ফরিদপুরের সালথায় কৃষি রুপান্তরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

ফরিদপুরের সালথায় কৃষি রুপান্তরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়



প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ডারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথার আয়োজনে উপজেলা এর হলরুমে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি অফিসার, সুদর্শন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মোঃ শাহাদুজ্জামান।

প্রধান অতিথি মহোদয় বলেন- খাদ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করা প্রয়োজন। উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব। কীটনাশকের বোতলে সবুজ সংকেত থাকলে জমিতে ওষুধ স্প্রে করার ৭দিন পর ফসল সংগ্রহ করা এবং হলুদ সংকেত থাকলে স্প্রে করার ১৪দিন পর ফসল সংগ্রহ করলে নিরাপদ খাদ্য পাওয়া সম্ভব কিন্তু এটা আমরা করিনা। আমরা এটা করতে পারলে নিরাপদ খাদ্য উৎপাদন হবে। নিরাপদ খাদ্য উৎপাদন হলে দেশেই বাইরে রপ্তানি করে অধিক লাভবান হওয়া সম্ভব। আর এটা আমাদের বাস্তবায়ন করতে হলে কৃষকদের সংগঠিত হতে হবে। কৃষক সংগঠিত হলে বিভিন্ন ফসলের সমলয় চাষাবাদ, কৃষিতে যান্ত্রিকীকরণে ব্যবহার বৃদ্ধি করা, সংগঠনগুলো দ্বারা বিভিন্ন আয় বর্ধনমূলক কাজ সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সংগঠিত করা সম্ভব বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএই, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক, মো. রকিবুল ইসলাম; সালথা উপজেলা সমাজসবা অফিসার, আবদুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে ২০টি পার্টনার ফিল্ড স্কুলের ৪০ জন সদস্য, অন্যান্য কৃষক ৩০ জন, এনজিও কর্মী, জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি, উপসহকারি কৃষি কর্মকর্তাসহ মোট ১০০ জন অংশগ্রহন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন- সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি অফিসার, সালথা।

ফরিদপুর প্রতিনিধিঃ আসাদুল্লাহ


x

একটি মন্তব্য পোস্ট করুন (0)
W