তিলের বিভিন্ন রোগের লক্ষণ, ব্যবস্থাপনা, সাবধানতা ও করণীয় প্রতিকার ব্যবস্থা

 


  • রোগের নামঃ

    তিলের ক্ষুদে পাতা রোগ

    লক্ষণঃ

    এ রোগ হলে গাছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য পাতা দেখা দেয়।

    ব্যবস্থাপনাঃ

    ১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা

    ২. এক ধরণের পাতা ফড়িং এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য একতারা বা মিপসিন ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

     

     

    রোগের নামঃ

    তিলের কান্ড পঁচা রোগ

    লক্ষণঃ

    এ রোগ দেখা দিলে কান্ডে পানি ভেজা কালো দাগ দেখা যায় ।

    ব্যবস্থাপনাঃ

    ১. পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা করা 

    ২. কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

    সাবধানতাঃ

    ১. একই জমিতে বার বার তিল চাষ করবেন না

    করনীয়ঃ

    ১. রোগসহনশীল চাতের চাষ করুন 

    ২. মিশ্র ফসল চাষ করুন

     

     

    রোগের নামঃ

    তিলের ঢলে পড়া রোগ

    লক্ষণঃ

    ছত্রাক শিকড়ে আক্রমণ করলে গাছ নেতিয়ে পড়ে এবং গাছ মারা যায় ।

    ব্যবস্থাপনাঃ

    ১. পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা করা 

    ২. কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

    সাবধানতাঃ

    ১. একই জমিতে বার বার তিল চাষ করবেন না

    করনীয়ঃ

    ১. রোগসহনশীল চাতের চাষ করুন 

    ২. মিশ্র ফসল চাষ করুন

     

     

    রোগের নামঃ

    তিলের পাতা পোড়া রোগ

    লক্ষণঃ

    ১। ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। 

    ২। এ রোগ হলে পাতায় ছোট ছোট পানি ভেজা অনিয়ত দাগ যায় । 

    ৩। দাগগুলো ক্রমেই বড় হয়। পাতা শুকিয়ে যায় এবং কুঁকড়ে যায়। 

    ৪। পাতা পুড়ে যাওয়ার মত হয়।

    ব্যবস্থাপনাঃ

    ১. আক্রান্ত গাছ অপসারণ করা 

    ২. কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

    সাবধানতাঃ

    ১. একই জমিতে বার বার তিল চাষ করবেন না

    করনীয়ঃ

    ১. রোগসহনশীল চাতের চাষ করুন 

    ২. আগাম তিল চাষ করুন

    ৩. বপনের আগে ৫২ ডিগ্রি সে. তাপমাত্রার গরম পানিতে বীজ ১০ মিনিট ভিজিয়ে রেখে বীজ শোধন করুন।

     

  • পেজগুলো ডাউনলোড করে রাখুন





একটি মন্তব্য পোস্ট করুন (0)