কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়


আসাদুল্লাহ (ফরিদপুর প্রতিনিধি)

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা , অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; উপপরিচালক, মো. শাহাদুজ্জামান;  গোপালগঞ্জের উপপরিচালক, ড. মো. মামুনুর রহমান; হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, বিন-ইয়ামিন; হর্টিকালচার সেন্টার রাজবাড়ির উপপরিচালক, এস এম সালাউদ্দিন; সিমিট হার্ব প্রধান মো. জাকারিয়া হাসান।


সভায় রবি মৌসুমে ফসলের ব্লক ভিত্তিক কর্মপরিকল্পনা করা এবং ১৫ অক্টোবর থেকে সরিষার বীজ বপন শুরু করতে হবে। চলমান প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম সঠিক সময়ে বিতরণ করা এবং একজন কৃষক বারবার যেন না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সারের মজুদ, বরাদ্দ, উত্তোলন এবং মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।


সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)